নুর আলমঃচট্রগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় বাস চাপায় কাজলি দাশ (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টার পর এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, টাইগার পাস এলাকায় একটি বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় মা এক্সপ্রেস নামের ১০ নম্বর রুটের আরেকটি বাসের (চট্ট মেট্রো-জ-১১-১৮২০) চাপায় মহিলার ঘটনাস্থলে মৃত্যু ঘটে।
তিনি টাইগারপাস সিআরবি এলাকায় রেলওেয়ের ভাড়া বাসায় থাকতেন। তিনি রাতে বাসায় যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে ।
Discussion about this post