চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মহিষের গুতায় কাইমুল ইসলাম ইহাম(১৭)নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। কাইমুল ইসলাম ইহাম ওই ইউনিয়নের খোরশেদুল আলমের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ত।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন এক ব্যক্তি কোরবানির জন্য মহিষটি কিনেন। বিকেলে পটিয়া থেকে এনে নুরুল্লাহ মুন্সিরহাট এলাকায় গাড়ি থেকে নামানোর সময় মহিষের গলার রশি ছিঁড়ে যায়। ওই সময় কাইমুল ইসলাম কে সামনে পেয়ে আক্রমণ করে পশুটি।
গুরুতর আহত অবস্থায় কাইমুল ইসলাম ইহাম কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সজিবুল ইসলাম জানান, মহিষটির হদিস মিলছে না। স্থানীয়দের নিয়ে পুলিশ মহিষটি খুঁজে বের করে আটকানোর চেষ্টা করছে।
Discussion about this post