চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা ও সিরাজদ্দৌলা রোডের চন্দনপুরা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে নালার ওপর অবৈধভাবে নির্মিত ভাসমান দোকান উচ্ছেদ এবং ফুটপাত ও রাস্তার ওপর অবৈধভাবে দোকানের পণ্যসামগ্রীর স্তুপ করে করে রাখার দায়ে ৯ দোকানিকে জরিমানা করা হয়েছে।
সোমবার (০৯ জুলাই) চসিকের উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বলেন, আন্দরকিল্লা বক্সিরবিট ও সিরাজদ্দৌলা রোডের চন্দনপুরা এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নালা ও ফুটপাতের ওপর অবৈধভাবে নির্মিত ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এবং ফুটপাত ও রাস্তার ওপর অবৈধভাবে দোকানের পণ্যসামগ্রী স্তুপ করে রাখার অপরাধে ৯ দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সর্বসাধারণের দুর্ভোগ সৃষ্টির দায়ে নগরের বক্সিরবিট এলাকার রেড চিকেন খাবারের দোকানের মালিক কাজল দাশকে ১০ হাজার, বনফুল মিষ্টির দোকানের মো. জিশানকে ১০ হাজার, বুলবুল স্টোরের মো. সাইফুলকে ৫ হাজার, গাউছিয়া বিরানী হাউজের জামশেদকে ৫ হাজার, পর্দার দোকানের জয়নাল আবেদিনকে ৫ হাজার, ফলের দোকানের মো. আলাউদ্দিনকে ৫ হাজার, মো. তৈয়বকে ৫ হাজার, মো. হারুনকে ৫ হাজার. মো. জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।
Discussion about this post