৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম সিটি কর্পোরশন নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। রোববার (৮ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
১নং ওয়ার্ড: ডা. মো. নিয়াজ মোর্শেদ
২নং ওয়ার্ড : আবুল কাশেম, মোহাম্মদ ইব্রাহিম।
৩নং ওয়ার্ড: মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন
৪নং ওয়ার্ড: মো. নাজমুল হক, এস.এম হুমায়ুন কবির জামাল উদ্দিন, আমজাদ হোসেন
৫ নং ওয়ার্ড: খালেদ হোসেন খান, জানে আলম জিকু, জসিম উদ্দীন, মো. নাজিম উদ্দীন চৌধুরী
৭নং ওয়ার্ড: রিজুয়ান উদ্দীন চৌধুরী
৮নং ওয়ার্ড: মো. জমির উদ্দীন
১৩নং ওয়ার্ড: বাদশা আলমগীর
১৪নং ওয়ার্ড: আব্দুল আলীম স্বপন, তৌহিদ আজিজ, দিদারুল আলম, আব্দুল কাদের
১৫নং ওয়ার্ড মো. আরিফুল ইসলাম
১৬নং ওয়ার্ড: মো. শাহেদুল আজম শাকিল,কায়সার আহমেদ
১৭নং ওয়ার্ড: মো. মাসুদ করিম
১৮নং ওয়ার্ড: আজিজুল হক মাসুম
২০নং ওয়ার্ড: মিটল দাশ গুপ্ত
২১নং ওয়ার্ড: সুচিত্রা গুহ, আব্দুল , ফরহাদুল ইসলাম, প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী, রাজীব দাশ সুজয়, আব্দুর হান্নান
২৩নং ওয়ার্ড: সিরাজুল ইসলাম, আসিফ খান, রিয়াদ খান
২৬নং ওয়ার্ড: নাজিমুল ইসলাম মজুমদার
২৮নং ওয়ার্ড :আব্দুর রহিম আরমেনী
৩২নং ওয়ার্ড :একেএম জাবেদুল আলম
৩৩নং ওয়ার্ড: রফিকুল হোসেন বাচ্চু, মো. মেজবাহ উদ্দিন মিন্টু
৩৪নং ওয়ার্ড :ঝুলন দেবনাথ
৩৭নং ওয়ার্ড: মোহাম্মদ শফিউল আলম
৩৮নং ওয়ার্ড: মো. আজম উদ্দীন, মোহাম্মদ আবু নাছের
৩৮ নং ওয়ার্ড :বদিউর রহমান
৩৯ নং ওয়ার্ড: হাসান মাহমুদ আনসারি
৪০নং ওয়ার্ড :জয়নাল আবেদীন চৌধুরী
৪১নং ওয়ার্ড : মো. ওয়াহিদুল আলম চৌধুরী
সংরক্ষিত আসন
৩নং সংরক্ষিত আসনে নাহিদা ইয়াছমিন
৬নং সংরক্ষিত আসনে কাজি শাহিনা সুলতানা ডলি ,