৭১ বাংলাদেশ প্রতিবেদকঃকরোনা ভাইরাসের আশঙ্কায় নির্বাচন বন্ধ বা পেছানোর কোন মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাছাড়া করোনা যদি জাতীয় দুর্যোগে পরিণত হয় তখন ভেবে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
শনিবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাবাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
ইভিএম আঙ্গুলের চাপ মিলে না এ প্রশ্নে নিয়ে তিনি বলেন, কখনো কাকে ভোট দেবে সেটা প্রকাশ করা নিয়ম নয়। একজন প্রার্থীকে কতজন ভোট দিছে সেটা আসবে। কে দিলো সেটা প্রকাশ করা সম্ভব না। এছাড়া বুথের মধ্য বহিরাগত প্রবেশ করতে পারবে না।
৫ ধরণের পদ্ধতিতে ভোট নেয়া হবে। না হবার কোন সুযোগ নেয়। ঢাকায় আমার নিজের আঙ্গুলের চাপ মিলেনি। সো এগুলো হতে পারে।
সাংবাদিক প্রবেশ নিয়ে সিইসি বলেন, কেন্দ্রের ভেতরে ঢুকে লাইভ দেয়া যাবে না। কিন্তু ছবি তুলতে পারবেন।
কারণ আপনাদের লাইভ কাস্ট কারণে তা নির্বাচন পরিচালনা কাজের ব্যাঘাত ঘটবে।
বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন খান প্রমুখ।,