জনতার কলাম,কমান্ডার এম এম লালমিয়াঃএই পাঁচটি জিনিষ বন্ধ করতে পারে গ্রামপুলিশ সদস্যরা ।
(১) সন্ত্রাস ও জঙ্গীবাদ
(২) চাঁদাবাজী
(৩) মাধক ব্যবসা ও সেবনকারী
(৪) বাল্যবিবাহ
(৫) চুরি ও ডাকাতি
তার জন্য শুধু দরকার গ্রামপুলিশ বাহিনীর জাতীয় বেতনস্কেল, প্রশিক্ষণ ও ১০০% আইনী ক্ষমতা প্রয়োগের নির্দেশ।
গ্রামপুলিশ বাহিনী ১০০% সরকারী হলে এই সমস্থ সকল অপরাধ দেশের প্রতিটি গ্রাম থেকে বন্ধ হয়ে যাবে
তাই গ্রামপুলিশ বাহিনী সরকারী হলে এলাকার রাগব বোয়ালদের অসুবিধা এবং রাগব বোয়ালদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগবে তাই শুধু তারাই চাইবেনা গ্রামপুলিশ বাহিনী সরকারী হোক।
কেউ যদি দেশকে ভাল বাসে সত্যিকার অর্থে দেশকে অপরাধ মুক্ত করতে চায় তাহলে সে গ্রামপুলিশ বাহিনী সরকারী করার পক্ষে একমত পোশন করবেন।
সকল গ্রামপুলিশ ভাইরা আপনারাতো অনেক পোষ্টই লাইক কমেন্ট ও শেয়ার করেন তাই দয়া করে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় নষ্ট করে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করুন এবং শেয়ার করে মাননীয় প্রধানমন্ত্রির নজরে আনার জন্য সাহায্য করুন।
ধন্যবাদ সকল বন্ধু মহল ও ফেজবুক ব্যবহারকারী সকল বন্ধুদের।আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু
Discussion about this post