৭১ বাংলাদেশ প্রতিনিধিঃজাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদেরহাট চট্টগ্রাম জেলার নবনির্বাচিত কমিটির ১ম সভা আগ্রাবাদস্থ হোটেল জামানসে সংগঠনের সভাপতি মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার-উল্-করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের শীত বস্ত্র, পিকনিক ও অভিষেক, বিজয় দিবস সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আলম চৌধুরী সুমন, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান পারভেজ, প্রচার সম্পাদক এস্ এ সম্রাট, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক আমির ফয়সাল,হাসান চৌধুরী খোকন প্রমুক ।
এসময় অন্যান্যদের মধ্যে তানজুল আলম , মোঃ শরীফ, মোঃ ফোরকান, উম্মে কুলচুম কেয়া, আকাশ, নাঈম, আলীম রেজা, হুমায়ন, রিংকু তালুকদার, ইখতিয়ার বাপ্পি, নুর ইসলাম, ইব্রাহিম, বিনয়, জুয়েল, ইমন উপস্থিত ছিলেন।
সভায় ইঞ্জিনিয়ার আলম চৌধুরী সুমনকে আহবায়ক ও মোঃ শরীফকে সদস্য সচীব করে শীতবস্ত্র বিতরণ, মোঃ ইলিয়াছকে আহবায়ক ও আবুল হাসান পারভেজকে সদস্য সচীব করে পিকনিক ও অভিষেক অনুষ্ঠান, আবুল হাসান পারভেজকে আহবায়ক ও এস এ সম্রাটকে সদস্য সচীব করে বিজয় দিবস প্রস্তুতি কমিটি গঠন করা হয় এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Discussion about this post