লেখক মো:ফিরোজ খান
একাত্তরে ঝড়েছিল মা তোমার চোখের পানি;
আর কতদিন ঝড়বে পানি কিছুইতো না জানি;
পারবো কি মা রোধ করতে দেশের শক্রুবাহিনী?
তুমি যদি দোয়া করো দিবোনা করতে হানাহানি।
মানবজাতি সৃষ্টির সেরা আছে তাদের শিক্ষা-দীক্ষা
সত্যের পথে থেকে অনড় ছড়াবে সত্যের আলো;
থাকবেনা আর দেশের মধ্যে কোনো আন্যায়-অত্যাচার
বাংলাদেশকে তোমার ছেলেরা মা বাসে খুবই ভালো।
স্বাধীন দেশের মাটি থেকে ছেলেরা শক্রুদের রোধবে
বুকে অনেক সাহস রেখে তারা শক্রুদের তাড়াবে;
আঁধার কালো অন্ধকার থাকবেনা একই ভাবে সবসময়
এই দেশ থেকে শক্রদের ঘাটি তারা ঠিকই ধ্বংস করবে।
দূর আকাশের মেঘ কেটে যেভাবে দেখা দেয় আলো
শক্রুবাহিনী তখনই ভয়ে এই দেশ ছেড়ে পালাবে;
দিগন্তের শেষ প্রান্তে যখনই থাকবো আমরা চেয়ে
জয়ের সূর্যটা হাসবে তখন লাগবে সকলের ভালো।
মানবোনা কখনও আমরা কারো অন্যায়-অবিচার
দেখবোনা দুচোখে কান্না আর কোন সময় মা বোনদের;
ফুটবে ফুল তখনমনের বাগানে চারদিকে ছড়াবে সুরভী
মানবতা তখনই হুংকার দিয়ে তাড়াবে দেশের শক্রুদের।
মিথ্যার জয়গান কখনোই থাকেনা বেশি দিন টিকে
সত্যের কথাও খুব সহজে মাটিতে চাঁপা পড়ে যায়না;
একদিন, দুদিন, তিনদিন পরেই উঠবে সত্যটা জেগে
তখনই দেশের মাঝে আমরা দেখবো সুখের আয়না।