৭১ বাংলাদেশ ডেস্ক ঃচট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি এলাকা থেকে চার হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো, টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়ার সৈয়দ আলীর ছেলে মো: আলম ও আবদুল ওহিদ এর ছেলে সফিকুল ইসলাম সফিক।
আজ সোমবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা বিভাগের পরিচালক শওকত ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।