সম্প্রতি চিকদাইর মাইজভাণ্ডারী দরবার শরীফের মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ৩নং চিকদাইর ইউনিয়ন শাখা ২ এর দ্বি- বার্ষিক সম্মেলন অনু্ষ্িঠত হয় । এতে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২এর সভাপতি মোঃ সালাউদ্দিন। যুগ্ম সম্পাদক তৌফিকুল রফিদ মাসুমের সঞ্চালনায় দ্বি- বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি মোঃ জাকের হোসেন মাষ্টার।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিক । বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য ও রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, জাহাঈীর আলম মাষ্টার, সহ সাধারণ সম্পাদক রাশেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সফি, অর্থ সম্পাদক মোরশেদুল আলম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, তানভীর আকবর চৌধুরী ।সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রোকন ফারুকী, মোঃ নুরুন্নবী, সাহাবু উদ্দিন, জাহাঈীর আলম, রমজান আলী, মিনকু, জাকের হোসেন টিটু, মঈনুদ্দীন মানিক প্রমূখ। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি মোঃ জাকের মাষ্টারের সভাপতিত্বে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২এর ৩৯ সদস্য করে কমিটির নাম ঘোষণা করা হয়।
এতে কমিটিতে রয়েছেন সভাপতি মোঃ রোকন ফারুকি, সহ- সভাপতি সাহাবু উদ্দিন, মোঃ ফজল হক, মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিকক , সহ- সাধারণ সম্পাদক তৌফিকুল ফরিদ মাসুম, মোঃ মহিন উদ্দীন , জাগের হোসেন টিটু, সাংগঠনিক সম্পাদক জাহাঈীর আলমক, সহ জাহেদুল আলম মানিক, মোঃ মুছা, মোঃ ইউনুচ রিদোয়ান, সাদ্দাম হক, অর্থ সম্পাদক শহিদুল আলম, সহ রাশেদ, রমজান, নজুরুল, দপ্তর সম্পাদক মনঈউদ্দীন মানিক, সহ – আব্দুল মান্নান, মোঃ মনছুর আলম, জামাল, প্রচার সম্পাদক কোরবান আলী মিনকু, সহ- মহিউদ্দিন, নাঈম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক নুরল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন খালেক, সহ- আইয়ুব নবী, সিরাজ, সোলায়মান। কমিটিতে উপদেষ্টা রয়েছে মোঃ নুরুল হক সওদাগর, জয়নাল আবেদীন, জসিম, তসলিম, দিদাদুল আলম, সালাউদ্দিন, রমজান আলী, আবুল হোসেন কালুসহ বাকী আর ৯জন কার্যকরী সদস্য ।প্রেস বিজ্ঞপ্তি