৭১ বাংলাদেশ প্রতিবেদকঃমৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্ররুপের নেতৃবৃন্দ।
গত সোমবার বিকেলে চেয়ারম্যানের মৌলভীবাজারস্থ বাসভবনে সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্ররুপের নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় নেতৃবৃন্দ নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমানকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্ররুপের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. দিলওয়ার হোসেন, সহ সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ, লন্ডন প্রবাসী মো. মুহিদ উদ্দিন আহমদ, মৌলভীবাজার সদর ৯নং আমতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মখলিছুর রহমান প্রমুখ।