চোখের অশ্রু ফেলেছি
কবিঃমোঃআবু বকর সিদ্দীক
আল্লাহু আকবার মাঠে নামবো এবার।
গুড়িয়ে দিবো ঐ ভারতের সরকার।
চোঁখের অশ্রু ফেলেছি অনেকবার।
সময় এসেছে প্রতিবাদ করার।
যতই থাকুক তোর লোক লস্কর।
জেনে রাখিছ সৈনিক মোরা এক আল্লাহর।
দেখবো না আর করুন নির্যাতন-
বাদবো মাথায় কাফন।
উত্তম জবাব দিয়ে করে ফেলবো দাফন।
স্বাধীন রাষ্ট হবে এবার জম্বু কাশ্মীর।
ঠেকাতে পারবে না কোনো বেঈমান বীর।