বিশেষ প্রতিনিধিঃমননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করে বলেছেন, চোর ধরতে গিয়ে উল্টো সরকারই চোরের খেতাব পাচ্ছে। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের অষ্টম বাজেট অধিবেশনের সমাপনী দিনের বক্তব্যে এ কথা বলেন তিনি।
তবে দুর্নীতি-অনিয়ম রোধে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পট পরিবর্তনের পর সামরিক শাসকরা দুর্নীতির বীজ বপন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার মূলোৎপাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরকার প্রধান জানান, করোনা পরিস্থিতি ঠিক হলে বিশ্বের অন্য দেশের সাথে বাংলাদেশ যেন তাল মিলিয়ে চলতে পারে, সে বিষয়কে প্রধান্য দিয়েই এবারের বাজেট দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরত্ব দেয়া হয়েছে।
এর আগে জাতীয় পার্টির জিএম কাদের স্বাস্থ্য খাতের নানা অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন। হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুদিবসকে কে বিবেচনায় নিয়ে যশোর ও বগুড়ায় উপনির্বাচন পেছানো হবে বলে প্রত্যাশা জানান তিনি।
শেষ দিনের অধিবেশনে ৬৫ বছরের পরিবর্তে ৬৭ বছর বয়স পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে থাকার সুযোগ তৈরি করে আইন সংশোধনের জন্য বিল পাস হয়।