৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচড়া মূল্যে চিকিৎসা সামগ্রী বিক্রি ও গুদামজাত করার অপরাধে চট্রগ্রাম নগরীর হাজারি গলি থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সন্ধ্যায় ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-ইমন মেডিকেল হলের মালিক শুভাস দেব (৪৫) ও শুভ দে (২২)। এর মধ্যে শুভাসের বাড়ি চন্দনাইশ এবং শুভর বাড়ি কক্সবাজার।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন বলেন, চড়া মূল্যে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিক্রি ও মজুদের অপরাধে হাজারী গলির এক ফার্মেসী মালিকসহ দুজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিক্রিত ১৭৫ লিটার হেক্সিসল ও ১১লিটার সেভলন লিকুইড জীবাণুনাশক জব্দ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ৫ জুন চড়া মূল্যে ওষুধ বিক্রি করায় নগরীর ইপিজেড ও পতেঙ্গায় অভিযান চালিয়ে তিনজন ফার্মেসীর মালিককে গ্রেফতার করে র্যাব।