এস এম মনিরুজ্জামানঃবাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল ৮ টায় ছাত্রলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১ টায় দলীয় কার্যালয় চত্বরে নেতা কর্মীদের অংশগ্রহণে কেক কাটা হয়। সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় পথ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালণে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, শেরে বাংলা কলেজ অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ বাবুল মিয়া, কালিদাস বড়াল কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা শান্তনু রানা রুবল, নোমান খান, শেরে বাংলা কলেজ ছাত্রলীগ সভাপতি আবু তালেব মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রুবেলে মুন্সীসহ আওয়ামী লীগ, শ্রমীকলীগ, কৃষকলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২ সহস্রাধিক নেতাকর্মী র্যালীতে অংশগ্রহণ করেন ।