কবিতা-ছোট্ট গীতি
কবিঃরমানাথ নিশিঃ
শত ভাবনায় শত বেদনায়
একাকি এই জীবন,
দুঃখের কাছে করেছি আজ
অপরাজয় বরণ।
চাইলে তুমি পারো আমায়
ক্ষমা করে দিতে,
ভুলের মাশুল দিয়ে যাব
তোমার মনটি নিতে।
মন বাগিচায় শত কলি
ধরে আছে ডালে,
ভ্রমর আসে ঝাঁকে উড়ে
চুম্বন করে গালে।
ছিল মিথ্যা অভিনয়ে
কত কথা বলা,
বলেছিলে ভালবাসি
দুজনের পথ চলা।