৭১বাংলাদেশ প্রতিবেদকঃজঙ্গিবাদ ইসলাম ও দেশের শত্রু উল্লেখ করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইসলামের অপব্যখ্যা দিয়ে তরুণদের ভুল পথে পরিচালিত করে দেশ ও সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।
সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে রোববার (৬ মে) মোমিন রোডের কদম মোবারক মুসলিম মাদ্রাসা ও এতিমখানায় জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
সুচিন্তা বাংলাদেশের বিভাগীয় সমম্বনয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জামালখান ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বাবুল, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিন, কদম মোবারক মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কাসেম, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, কার্যকরী সদস্য ডা. হোসাইন আহমদ, জাহেদুল ইসলাম চৌধুরী, জামালখান ওয়ার্ডে ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক বিকাশ দাশ প্রমুখ।
প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যান্ড ইয়থ উইংসের রাহবার বিন হোসাইন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মুহাম্মদ সেলিম।,..
Discussion about this post