টাংগাইল ব্যুরোঃটাংগাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহত ৩ জন নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ৪-১-১৯ ইং, শুক্রবার সকালে আনুমানিক ৭ টার সময় সহবতপুর ইউনিয়নের চৌধুরী ডাঙ্গা ( খোয়ার ঘাট) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।মোঃশহিদ সাংবাদিকদের জানান, জমিতে সকালে মাটি ফেলতে গেলে প্রতিপক্ষ কিছু বাক্তি শহিদ কে বাধা দেয় এবং প্রতিবাদ করতে গেলে লাঠি দিয়ে তারা আঘাত করে এবং আমার আত্মীয় হাসান, সিদ্দীক, শওকত গুরুতর আহত হন। উক্ত হামলার ঘটনায় নাগরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে ।