বিশেষ প্রতিবেদকঃসিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়াস্থ জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে বিঘন্ন না ঘটে, সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। এর অংশ হিসেবে সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে।
বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ ভট্টাচার্য্য, এডহক কমিটির অভিভাবক সদস্য মো. ছয়েফ খান, কিশলয় কিন্ডার কার্টেনের অধ্যক্ষ শমসের সিরাজ সোহেল।
বিদ্যালয়ের শিক্ষক দিপংকর রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল কাইয়ূম, মো. লোকমান হেকিম, দীপ্তা দে, মোশাররফ হোসেন, বিধান রঞ্জন ধর, প্রশান্ত পাল, কামরুন্নাহার শাপলা, সম্পা রায়, শীপ্রা রানী রায়, ডালিয়া শাহানা, স্বপ্না পাল, কিশলয় কিন্ডার কার্টেনের শিক্ষক প্রিতেশ তালুকদার প্রমুখ।