বিশেষ প্রতিনিধিঃসর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতির গৌরবময় এবং ঐতিহ্যের স্মারক। একটি ভাষণ একটি জাতির জন্য অনন্য দলিল হতে পারে তার কিংবদন্তীতুল্য ইতিহাস সৃষ্টি করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি ভাষণেই রয়েছে বাঙালির মুক্তির সাহসী ঠিকানা। বলতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক ভাষণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অনন্য দলিল। ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবং সরগম একাডেমির সহযোগিতায় নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কালজয়ী কীর্তিমান পুরুষ শেখ মুজিব ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ৬ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নগরীর সংগঠনের সভাপতি ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের সভাপতি স্বপন কুমার দাশ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়–য়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,নাট্যজন সুজিত কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক ভাষ্কর ডি কে দাশ মামুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম লেয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিরণ শর্মা। সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক শেখ সেলিম, নাসির হোসাইন জীবন, ফটো সাংবাদিক সমীরণ পাল, সাইদুল ইসলাম মাসুম, ইমরান সোহেল, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, আব্দুলা আল মাসুদ, জয় বাংলা শিল্পী গোষ্টির সভাপতি সজল দাশ, কবি আসিফ ইকবাল, সঞ্চয় চৌধুরী, আইয়ুব খান, মো: ফিরোজ চৌধুরী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাঙালি জাতির মুক্তির দিকনির্দেশনা ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। এ ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি খুঁজে পেয়েছিল একটি মানচিত্র এবং বাংলাদেশ। জীবনের শেষবিন্দু রক্ত দিয়েও এই স্বাধীনতার মান রক্ষা করা আমাদের দায়িত্ব।
প্রধান আলোচক বলেন, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনাইটেড নেশন এডকেশন সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেসকো) ৭ মার্চের বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টটারি হেরিটাসজ হিসেবে স্বীকৃতি পায়। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ বিশ্ব সভ্যতায় ও ইতিহাসে এক নজিরবিহীন ও কালের অনন্যা স্বাক্ষী।
Discussion about this post