কবিতা-নিরাপদ সড়ক চাই
টি,আই টুটুল
চারিদিকে পড়লো সাড়া অন্তরা
জাতির বিবেক দিচ্ছে নাড়া
ছাত্ররা সব আত্মহারা
সড়ক আন্দোলনে…..
বাসের চাকায় পিষ্ট ওরা
হরহামেশাই যাচ্ছে মারা
পরিবহন চালক শ্রমিক কূলের
তীব্র আস্ফালনে…..
মৌলিক অধিকারের মাঝে
শিক্ষা যদি বজায় থাকে
স্কুলে যাওয়া,বাড়ী ফেরার
নিশ্চয়তা কই……?
অদক্ষ সব গাড়ীর চালক
ঘাতক মালিক মন্ত্রী শ্যালক
ছাত্র মরে, দাঁত কেলিয়ে
মন্ত্রী হাসে ঐ…..
ছাত্র ছাত্রী ট্র্যাফিক বেশে
লাইসেন্স চেক করলো শেষে
ট্র্যাফিক পূলিশ অসহায় ভাবে
নির্বাক চেয়ে রয়……
মন্ত্রী এমপি দূদকের গাড়ী
ড্রাইভিং লাইসেন্স নেই কারোরই
ছাত্ররা সব আটকে দিলো
যেন সেরা বিস্ময়…….
দূর্নীতি সবে করেছে যে গ্রাস
উত্তাল হলো রাজপথ আজ
চোখ খুলে দিল ছাত্র সমাজ
ঘুমন্ত প্রশাসনে…..
নতুন বাংলা গড়বে তারা
শঙ্কা মূক্ত দূর্নীতি ছাড়া
জনমনে বহে শান্তির ধারা
স্বপ্নের জাল বোনে…….
ছাত্র সমাজ পড়ে ঝাঁপিয়ে
শিক্ষা মূলক বার্তা দিয়ে
জাতিকে আজ জানান দিলো
দেশে শৃঙ্খলা নাই….
জাগরনের সময় এলো
অভিভাবকও সামিল হলো
লক্ষ কন্ঠে আওয়াজ এলো
“নিরাপদ সড়ক চাই”….