৭১ বাংলাদেশ প্রতিবেদক জয়পুরহাট ঃ জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি আদায়ের লক্ষ্যে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে জয়পুরহাটে অনলাইন আবেদন শুরু হয়েছে। জয়পুরহাট জেলা প্রেস ক্লাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।
এর আগে জয়পুরহাট পৌর মেয়রের নেতৃত্বে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সাংবাদিক, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
পরে আলোচনা সভায় জাগো নিউজের জয়পুরহাট প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইনডিপেনডেন্ট টিভি ও দ্য ডেইলি সান-এর প্রতিনিধি মোমেন মুনি, ডিবিসি-এর প্রতিনিধি আল মামুন, সাংবাদিক অশোক কুমার গৌর, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান টিটো,প্রাথমিক শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান, জেলার কড়িয়া মাদরাসার ইংরেজি প্রভাষক সোহেল হোসেন, জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের ইন্সট্রাক্টর পুলক কুমার সরকারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, মহান ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাকে আন্তর্জাতিক রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে সরকারের ভূমিকা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে বাংলা ভাষার সঠিক উচ্চারণ, ব্যবহার ও চর্চার মাধ্যমে দেশে-বিদেশে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে।
Discussion about this post