টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইলের নাগরপুরে টাঙ্গাইল-৬ আসনের নব নির্বাচিত সাংসদ আলহাজ আহসানুল ইসলাম টিটুকে সংবর্ধনা দিয়েছে জাতীয় ঈমাম সমিতি ও ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতি। শনিবার সকালে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় ঈমাম সমিতি ও ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির যৌথ অায়োজনে জনাব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মাওঃ মোঃ ইব্রাহিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ আলহাজ আহসানুল ইসলাম টিটু । অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ রবিউল আওয়াল মোঃ আনোয়ার হোসেন, মাওঃ আঃ রসিদ, মোঃ হারুনার রসিদ, মোঃ মোস্তাফা আহম্মেদ, মুলতান উদ্দিন আহম্মদ, দাউদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন,৭১ বাংলাদেশ পত্রিকা্র প্রতিনিধি ও বিভিন্ন পত্রিকা, টিভি সাংবাদিক বৃন্দ। এ সময় নব নির্বাচিত সাংসদ আহসানুল ইসলাম টিটু আগত ঈমাম ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকা সহ সকলের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার ইসলামের পক্ষে কাজ করছেন। ঈমামদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাদের সরকারী বেতন নির্ধারণ করেছেন, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আহসানুল ইসলাম টিটু নাগরপুরের সন্তান, আপনাদের কথা দিচ্ছি আপনাদের যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো।
Discussion about this post