৭১ বাংলাদেশ ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্ট দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও পার্লামেন্টারি বোর্ডের যৌথ সভায় একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নানা সূচকে দেশ এগিয়ে গেলেও যারা উন্নয়ন দেখে না তাদের বিচার জনগণকেই করতে হবে।
বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ইশতেহার চূড়ান্ত করা, দলীয় প্রার্থীদের মনোনয়ন, জোটের সঙ্গে আসন ভাগাভাগিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও দলীয় প্রচারণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেবেন দলীয় প্রধান। নির্বাচনকালীন সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও হতে পারে বলে জানা গেছে।
Discussion about this post