৭১ বাংলাদেশ ডেস্কঃজমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে বুধবার (২২ আগস্ট) সকাল পৌনে ৮টায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় এ জামাতে ৫০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
এসময় তিনি বিশাল প্যান্ডেলের ফ্যান, আলো-বাতি, নামাজ আদায়ের ব্যবস্থা, প্রবেশ ও বাহির হওয়ার পথ, নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখেন। পাশাপাশি নির্বিঘ্নে ঈদ জামাত আয়োজনে যাবতীয় ব্যবস্থা নিখুতভাবে সম্পাদনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
আবহাওয়া অনুকূল থাকলে প্রথম জামাতে প্রায় ৫০ হাজারেরও বেশি মুসল্লি এক সঙ্গে ঈদের নামায আদায় করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান, কামরুল ইসলাম, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী শামসুল হুদা সিদ্দিকী, প্রকৌশলী সুদীপ বসাকসহ চসিকের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং মো. সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ময়দানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে নয়টায়।
এছাড়াও সিটি করপোরেশন পরিচালিত মসজিদ, বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়াম, লালদিঘি সিটি কর্পোরেশন জামে মসজিদসহ ৪১টি ওয়ার্ডে ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
Discussion about this post