বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়।
তবে তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকায় আনা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হয়েছে। তাই সিলেট ওসমানী বিমানবন্দরে নেয়া হচ্ছে ড. মোহাম্মদ জাফর ইকবালকে।
শনিবার (৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার ওপর হামলা করে এক যুবক। হামলাকারীকে গণপিটুনি দিয়ে আটক করেছে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে ট্রিপল-ই বিভাগের অনুষ্ঠানের মঞ্চে তাকে পিছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে ওই যুবক।
আহত অবস্থায় শিক্ষার্থীরা ড. জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ শুরু হয়েছে রাজধানীর শাহবাগেও। আটক যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত তা এ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আটক যুবককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আটকে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস জানিয়েছেন আটক যুবকের পরিচয় জানা যায়নি। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর পেয়ে তিনি ড. জাফর ইকবালের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।,
প্রধানমন্ত্রী ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন বলে তাঁর প্রেস সচিব জানিয়েছেন ,।