৭১ বাংলাদেশ ডেস্কঃপবিত্র রমজান মাসে জামাতের সাথে তারাবীহ নামাজ আদায়ের অনুমতি দিয়েছে পাকিস্তানের সরকার।
শনিবার (১৮ এপ্রিল) ইসলামাবাদে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী বলেন, করোনাভাইরাস এর বিস্তার রোধ করতে ইমাম-খতীবদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। মুসুল্লীগণ পৃথকভাবে দাঁড়াবে। দুই কাতারের মাঝে ৬ ফুট ফাঁকা রাখতে হবে। তারাবীহর আগে ও পরে যেনো জমায়েত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
পাক প্রেসিডেন্ট আরো বলেন, আমাদের দেশে করোনাভাইরাস অনেক প্রভাব বিস্তার করেছে।সর্বমোট ৯২,৫৪৮ টি টেস্ট করে ৭৪৮১ টির মধ্যে করোনা সংক্রমণ ধরা পরেছে। মৃত্যু হয়েছে ১৪৩ জনের।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে পুরো পাকিস্তান লকডাউন করা হয়েছে।
কিন্তু গত মঙ্গলবার (১৪ এপ্রিল) মুফতি তক্বী উসমানীর নেতৃত্বে পাকিস্তানের সকল উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন রমজানে মসজিদ চালু থাকবে। এবং ৫ ওয়াক্ত নামাজ, জুমা,তারাবীহ ও ইতেকাফ চালু থাকবে।
Discussion about this post