৭১ বাংলাদেশ প্রতিবেদকঃজুম্মার নামাজের সময় বাকলিয়া থানাধীন বৌ-বাজার এলাকাস্থ পুরা কলোনীর বাইতুল হাসান জামে মসজিদের খতিব খুৎবা দেওয়ার পূ্র্বে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন-পিপিএম মাদক বিরোধী, ইভটিজিং,জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী এবং কিশোর গ্যাং এর কুফল সম্পর্কে ও তা যেন এলাকায় গড়ে না ওঠতে পারে সেই বিষয়ে গণ সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
এই সময় উক্ত মসজিদের খতিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মুসল্লিগণ অফিসার ইনচার্জ এর বক্তব্যের সহিত একমত পোষন করেন আলোচ্য বিষয় সমূহে পুলিশকে সার্বিক সহযোগীতা এবং সহায়তা করবেন বলে সকলে মতামত প্রদান করেন।
Discussion about this post