বিশেষ প্রতিনিধিঃসীতাকুণ্ডে চীন থেকে আমদানিকৃত জাহাজ থেকে নামার সুযোগ পেল সেই চীনা ১৮ নাবিক। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনটি কালো রং এর মাইক্রো করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে বিকালের ফ্লাইটে থাইল্যান্ড এর উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে তাদের।
সূত্র জানিয়েছে গত শনিবার সীতাকুন্ডের কদমরসুল এলাকাতে জাহাজ ভাঙ্গার পুরাতন কারখানায় আমদানিকৃত একটি জাহাজে ৫দিন ধরে অবস্থান করছিলেন তারা।
ফাইল ফটো