কবিতা-জিহাদ নামক শব্দ টি
কবি মোঃআবু বকর সিদ্দীক
জিহাদ নামক শব্দ টি সবাই জানে ভাই।
মুখে শুধু জপি মোরা কাজের বেলায় নাই।
আমরা পাখির মতো খাচ্ছি গুলি দিবাদিন হায়!
প্রতিবাদের ভাষা টুকুও মোদের এখন নাই।
ভাই ভাই করছি বিবাদ আরো অনেক কিছু।
এই দেখে কাফের-বেদ্বীন লাগছে মোদের পিছু।
সিংহের জাতি ইদুরের কাছে করছে মাথা নিচু।
সাহস পেয়ে মারছে লাথি বেদ্বীন গুলির শিশু।
আর কত দিন সহ্য করবো এমন বর্বরতা।
ঝগড়া-বিবাদ ভুলে গিয়ে হই একতা।
মুসলিম সকল এক হয়ে বানায় আবার নেতা।
তাইলে আবার আসবে ফিরে সঠিক মানবতা।