কবিতাঃজিহাদ সন্ত্রাস এক নয়
কবি মোঃআবু বকর সিদ্দীক
জিহাদ সন্ত্রাস নয়তো এক।
কোরআন-হাদিশ পড়িয়া দেখ।
সত্যর পথে করো জিহাদ।
যত বিদায়াত করো উৎখাত।
আমরা মুসলীম,নয়তো বেদ্বীন।
প্রকাশ্য প্রচার করবো দ্বীন।
সমগ্র বিশ্ব মুসলীম বেশী, কেন!
মার খাচ্ছি দিবানিশী।
আমরা ভুলে গিয়াছি জিহাদ।
তাইতো মোদের করতে চাচ্ছে উৎখাত।
বিশ্বের মাঝে মুসলীম দেশ গুলি,
ঐক্য হয়ে জিহাদ করো সকলি।
মনে থাকলে তামান্না জিহাদী,
প্রভু মোদের গায় দিবে প্রচুর শক্তি।
দেখবা একদিন হবো স্বাধীন,
থাকবো না আর কারো অধীন।
কলেমার ঝান্ডা তুলে,
এগিয় চলো জিহাদে।