কবিতাঃফুলের কলির মতোই জীবন
কবি- মো:ফিরোজ খান
জন্ম নিয়ে পৃথিবীতে যখনই দেখলাম আলো
ঠিক তখনই মনে হল জীবন ফুলের মতোন
রাস্তার পাশে ফুটে থাকে নানান ধরণের ফুল
এই পুথিবীর অবহেলায় নেই যে আমার কুল।
জীবন আমার জোয়ার ভাটায় চলছে ভেসে ভেসে
ভাসতে গিয়ে যাচ্ছি ডুবে পারছিনা ভেসে উঠতে
জীবন আমার নিতান্তই ফুলের কাঁটার মতোই
চলতে ফিরতে বুঝতে পারি পথেই ছিলো ভুল।
মালী বিহীন ফুল বাগানে হয়না ফুলের যন্ত
জীবন আমার চলছে তেমন নেইতো কোনো রন্তু
আমার জীবন জটিল হলো বুঝতে পেলাম শেষে
অন্ধকারে যায় তলিয়ে পাইনা খুঁজে আলো।
ফুল বাগানে মালী যদি নিতেন নিত্য ফুলের যন্ত
ঝরে যেতোনা ফুলগুলো আবার ফুটে উঠতো
আমি আমার জীবনের মাঝে পাইনি তেমন কিছু
এসব যেনো আজ মনে হয় ফুলের কলির মতো।
Discussion about this post