পুনম শাহরীয়ার ঃ গত শুক্রবার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তাদের দাবী আদায়ের জন্য টঙ্গী – গাজীপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়।জিয়াউল কবির খোকন বলেন শ্রমিকদের দাবী নূন্যতম বেতন দশ হাজার টাকা, স্থায়ী নিয়োগ পত্র প্রদান, চিকিৎসার ভাতা, মাতৃত্বকালীন ছুটি এবং সম্মানজনক বাড়ি ভাড়া জন্য এই সমাবেশ । মিছিলের শেষে শ্রমিকরা হোসেন মার্কেট পেট্রলপাম্পের সামনে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উক্ত গার্মেন্টস শ্রমিক সভাপতি জিয়াউল কবির খোকন।
Discussion about this post