টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতরা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলীয়া গ্রামে।সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন আগদিঘুলীয়া গ্রামের মীর হোসেনের স্ত্রী ফিরোজা বেগম(৪৫) ও ছেলে তারেক হোসেন(২৭)। আহত তারেক জানান, প্রতিপক্ষ জাবেদ আলী, তার ছেলে রাজিব ও তার স্ত্রী আম্বিয়া গত শুক্রবার ১৭/০১/২০২০ জমি সংক্রান্ত ব্যাপারে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের উপর আকস্মিক হামলা চালায়।
এ হামলায় সে নিজে সহ তার মায়ের মাথায় ও চোখের নিচে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এ হামলার বিষয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।