বিশেষ প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে ডেকওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
১০ মে ২০২০, উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ডহরপাচুরিয়া গ্রামে প্রায় ১০০ টি পরিবারকে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ খাদ্য সামগ্রী বিতরন কাজের উদ্বোধন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যক্তিদের অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি ডেকওয়েল ফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ধুবড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোকছেদুর রহমান রিপন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মাষ্টার, ডেকওয়েল ফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী আলাউদ্দিন মাস্টার, কোষাধক্ষ্য মমিনুল ইসলাম, নির্বাহী সদস্য শ্রী রাম দেব, নির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।