বিশেষ প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ পালিত হয়েছে। ২৩ এপ্রিল ২০২০ থেকে এ পুষ্টি সপ্তাহ শুরু হয়।এ উপলক্ষে ২৮ এপ্রিল ২০২০ ইং
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ৫০ জন গরীব ও হতদরিদ্রের মাঝে পুষ্টি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান প্রদান করা হয়।
ফয়েজুল ইসলাম বলেন বাংলাদেশ স্বাস্থ্য ও পুষ্টিখাতের উন্নয়নে রোল মডেল। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে জনগণের পর্যাপ্ত পুষ্টির জোগান নিশ্চিত করা অপরিহার্য। কারণ বেঁচে থাকার জন্য শারীরিক মানসিক ও কর্মদক্ষতা উন্নয়নে পুষ্টির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
জনবহুল এই দেশের প্রতিটি নাগরিককে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষ ও শিশুদের জন্য মান সম্পন্ন পুষ্টি নিশ্চত করা জরুরি। এজন্য খাদ্যের সঙ্গে পুষ্টির কথা ভাবতে হবে। এলক্ষেই সারা দেশব্যাপী পুষ্টি সপ্তাহ পালনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।