টাঙ্গাইলব্যুরোঃটাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে নৌকার প্রার্থী টিটুর পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি আহসানুল ইসলাম টিটুকে জয়ী করার লক্ষে নেতা কর্মীরা ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। নৌকার কান্ডারী টিটু প্রতিটি ইউনিয়ন চষে বেরাচ্ছেন। সরকারের উন্নয়ন চিত্র ভোটারদের কাছে তুলে ধরছেন এবং নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানাচ্ছেন। টিটু বলেন,নাগরপুর-দেলদুয়ার হবে উন্নয়নের রোল মডেল। দুই উপজেলা শিল্প নগরীতে পরিনত হবে। বেকার সমস্যার সমাধান হবে। জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য পুনরায় নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের কাছে আহ্বান জানান। নাগরপুর সদরের নব্য ভোটার সজিব সাংবাদিকদের বলেন, টিটু ভাই নির্বাচিত হলে বেকার সমস্যার সমাধান হবে। নাগরপুরে মিল কারখানা গড়ে উঠবে। এছাড়া ঢাকায় তার ভার্সিটিতে নাগরপুরের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে। তাই আমরা তরুন সমাজ নৌকায় ভোট দিয়ে টিটু ভাইকে জয়ী করবো। সরেজমিন নাগরপুর- দেলদুয়ারের ইউনিয়ন গুলোতে দেখা যায়, নৌকার পক্ষে ব্যপক জনমত সৃষ্টি হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর নৌকার পক্ষে ভোট বিপ্লব দেখা যাবে।
Discussion about this post