মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)ব্যুরোঃটাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে আ’লীগ থেকে মনোনয়ন পত্র জমা দিলেন গনমানুষের নেতা আহসানুল ইসলাম টিটু। ২৮-১১-১৮ইং, বুধবার বেলা ১২ ঘটিকার সময় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নিকট টিটু নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় আরও অনেকে উপস্থিত ছিলেন ।
কেন্দ্রীয় আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক এম.পি আলহাজ্ব মকবুল হোসেন, নাগরপুর থানা আ.লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারন সম্পাদক কুদরত আলী, দেলদুয়ার থানা আ.লীগের সভাপতি ফজলুল হক, সাধারন সম্পাদক শিবলী সাদিক, ইউ.পি চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, আনোয়ার হোসেন মাষ্টার, শওকত হোসেন, রিয়াজ উদ্দিন তালুকদার। মনোনয়ন পত্র জমা শেষে টিটু সাংবাদিকদের জানান, আমি মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি এবং আ.লীগ হতে মনোনয়ন দেবার জন্য দেশরত্ন শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। টাংগাইল-৬ আসনে নৌকা মার্কাকে জয়যুক্ত করার জন্য আ.লীগের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়েছে। এসময় তিনি নৌকা মার্কায় ভোট দিতে নাগরপুর-দেলদুয়ার বাসীকে আহবান জানান।