মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর, (টাঙ্গাইল)ব্যুরোঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার)আসন থেকে নৌকার মাঝি হলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জনাব আহসানুল ইসলাম টিটু। সকালে তিনি মনোনয়নপত্রের চিঠি হাতে পান। আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে তিনি নাগরপুর প্রেস ইউনিটের সাংবাদিকদের জানান, আমি টাঙ্গাইল-৬, আসনে নৌকার মনোনয়ন পেয়েছি, এজন্য মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আাদায় করছি এবং দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গণ মানুষের নেতা টিটু সকল ভেদাভেদ ও মত পার্থক্য ভূলে নৌকার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানায়। নাগরপুর দেলদুয়ারের সামাজিক, রাজনৈতিক, অথনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন সহ সামগ্রিক উন্নয়নে তিনি বদ্ধপরিকর। আহসানুল ইসলাম টিটু নৌকার মনোনয়ন পাওয়ায় নাগরপুর দেলদুয়ারে ছাএলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।