টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইল ৬ (নাগরপুর – দেলদুয়ার) আসনে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।
নৌকা প্রতিকে তিনি ভোট পেয়েছে ২ লক্ষ ৮৫ হাজার তিনশ ৫টি। তার প্রতিদ্বন্ধী ঐক্যফ্রন্টের প্রার্থী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছে ৪০ হাজার তিনশ ২৪ ভোট।
উল্লেখ্য, এ আসনের দেলদুয়ার উপজেলায় ৮টি ইউনিয়নে ভোটকেন্দ্র ছিল ৫৬ টি। মোট ভোটার ১,৬১,৩৯৩ জন, পুরুষ ভোটার ৮০ হাজার ৪৮০ জন ও মহিলা ভোটার ৮০ হাজার ৯১৩ জন।
নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৮৫। মোট ভোটার ২,২৯ ০৫৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৫৬১ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৫ হাজার ৪৯২ জন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৪৪৬ জন।