হাবিবুল ইসলাম হাবিব:বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা বড়ি সহ ১ বহনকারী আটক । আটককৃত ব্যাক্তি টেকনাফের পুরাতন পল্লান পাড়া এলাকার মৃত জাফরের ছেলে মো. ফয়সাল(১৮) ২১ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়। টেকনাফ কোস্টর্গাড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সোহেল রানা জানান, গতকাল আমাদের নিজস্ব গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা নিয়ে আসতে পারে। এমন সংবাদে আমার নেতৃত্বে একটি দল জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করি। হঠাৎ ক্যাম্প থেকে বের হলে তাকে দাওয়া করলে সে পালিয়ে যাওয়া চেষ্টা কালে দাওয়া করে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্টর্গাড কর্মকর্তা।