হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি:: টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় ১জন রোহিঙ্গা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় নিহত এবং ৩জন আহত হয়েছে। জানা যায়, ৬ অক্টোবর দুপুর পৌনে ১টারদিকে উপজেলার হ্নীলা ষ্টেশন এলাকায় একটি মাহিন্দ্রা এবং মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঊনছিপ্রাং ক্যাম্পের ডি-১ ব্লকের ৫২৬ নং বাসার আজিজুল হকের পুত্র মাহবুর রহমান (৪৫) গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে।
অপরদিকে সোয়া ১টার দিকে লেদা টাওয়ার সংলগ্ন এলাকায় ১টি যাত্রীবাহী টমটম এবং পালকী বাসের মধ্যে ধাক্কা লাগলে টমটম উল্টে লেদা ২৪নং পুরান ক্যাম্পের বি-বøকের ১১৬ নং রোমের বাসিন্দা মোঃ হোসেনের পুত্র মোঃ জুবায়ের (১৩), নতুন ক্যাম্পের ৯নং ব্লকের আবু তাহেরের স্ত্রী নুর হাসিনা (৪৮) ও মেয়ে জান্নাত বিবি (১২) আহত হয়। তাদের উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে মাহবুর রহমানের অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে রেফার করা হয়।
তাকে কক্সবাজার নেওয়ার পথেই সে মারা যায়