হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা ডাকাতদলের আস্তানা শনাক্ত করতে দফায় দফায় ড্রোন ব্যবহার করেছে র্যাব।
এবার অভিযানে শীঘ্রই হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছে র্যাব সূত্র। র্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ গণমাধ্যমকে বলেন, পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা ঘন ঘন অবস্থান পরিবর্তন করছে।
এছাড়া বিশাল পাহাড়ি এলাকায় তাদের খুঁজে পাওয়াও দুষ্কর। এ কারণে তাদের ধরতে আকাশপথে অভিযান পরিচালনা করা হবে। এখন আপাতত ড্রোন অভিযান স্থগিত করা হয়েছে।
তবে তাদের ধরতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত,গত শুক্রবার এবং শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলার বাহারছড়া টইংগ্যা পাহাড়সহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে ড্রোন নিয়ে বিশেষ পর্যবেক্ষণ অভিযানও চালায় র্যাব-১৫
টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর বেশ কয়েকটি দল রয়েছে। রোহিঙ্গা ডাকাতদের ডাকাতি সহ অপহরণ, হত্যা, লুটপাট ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সীমান্ত জনপদের গ্রামবাসী অতীষ্ঠ হয়ে পড়েছে। মিয়ানমার থেকে বড় চালানের ইয়াবা পাচার থেকে শুরু করে পাহাড়ের আস্তানাগুলোকে ডাকাতদলের সদস্যরা বানিয়েছে ইয়াবার স্বর্গরাজ্য।
এবারের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকায় র্যাবের নিজস্ব হেলিকপ্টারের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মীর আসাদুল আলম।