নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন্নবীঃ নওগাঁর পত্নীতলায় আঞ্চলিক মহা-সড়কের কাল্লাকাটি মোড়ে ট্রাকের চাপায় পিতা-পুত্রসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকদৌল বাজিতপুর গ্রামের আব্দুস সালাম (৫০), তার ছেলে তৌফিক (২৭) এবং ছেলের বন্ধু পত্নীতলা উপজেলা সদরের ঈদগাহ পাড়া’র ওয়াহেদ মাষ্টারের ছেলে রনি (২৬)। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার মর্মান্তিক সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহীরা পত্নীতলা থেকে মহাদেবপুরে যাচ্ছিলেন। এসময় পত্নীতলা ব্রাক অফিসের সামনে কাল্লাকাটি মোড়ে দ্রুতগামী ট্রাক সামনের দিক থেকে এসে মোটর সাইকেলের আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেলের তিন আরোহী। খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং মৃতদেহ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ।