নড়াইলের নড়াগাতি থানার বাগুডাঙ্গা বড় মাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী বিপ্লব ঘোষ (১৫) ও শান্ত বিশ্বাস (১৫) নিহত হয়েছে। শনিবার (৯ মার্চ) দুপুরে কালিয়া-গোপালগঞ্জ সড়কের বাগুডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ও ট্রাকের হেলপার আহত হয়েছেন। নিহত বিপ্লব নড়াগাতির যোগনিয়া গ্রামের মিলন ঘোষের ছেলে এবং শান্ত নলামারা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে আছে। মোটরসাইকেল আরোহী তিন বন্ধু বাগুডাঙ্গা থেকে চাপাইল ঘাটের দিকে যাচ্ছিল। আহত মোটরসাইকেল আরোহী বাঁধন সরকার (১৬) যোগানিয়া গ্রামের বাবু সরকারের ছেলে এবং ট্রাকের হেলপার ইরশাদ (২৮) বাগুডাঙ্গা গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে। নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, বাগুডাঙ্গা বড় মাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে। হতাহতের গোপালগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে।