পঞ্চগড়ের জেলাধীন তেঁতুলিয়া উপজেলার ৬নং ভজনপুরে ট্রাক্টরের চাপায় বাবুল হোসেন(৩৮)নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
১৪ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভজনপুর এলাকার গোলাব্দীগছ গ্রামে উক্ত র্দূঘটনাটি ঘটে। নিহত বাবুল পঞ্চগড় সদর উপজেলার দেওয়ানহাট ডুডুমারি এলাকার মনিবর রহমানের ছেলে।
জানা যায়, বাবুল গোলাব্দীগছ গ্রামে ভাতিজির বাড়িতে বেড়াতে যায়। দুপুরের খাওয়া করে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হলে ভাতিজির বাড়ির কিছুদূরে মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় একটি ট্রাক্টর তার মাথার উপরদিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বাবুল। ততক্ষণে ট্রাক্টরটি ফেলে পালিয়ে যায় বেপরোয়া চালকসহ ট্রাক্টরের হেলপাররা।
ঘটনায় দায়িত্বে থাকা তেঁতুলিয়া থানার এসআই সওকত জানায়, লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post