বিশেষ প্রতিনিধিঃনগরীর ডবলমুরিং থানাধীন আসকারাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মোঃ রসিদুল ইসলাম (৪০) ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ। এ সময় ইয়াবা বহনকারী ট্রাকটিও আটক করা হয়।
সূত্র জানায় রবিবার ৪ আগস্ট চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন বিপিএম এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এএএম হুমায়ুন কবির এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শাহাদাৎ হোসেন খান এর নেতৃত্বে এসআই মোঃ রাজ্জাকুল ইসলাম, এসআই মোঃ মোমিনুল হাসান, এসআই মোঃ ফরহাদ মহিম, এএসআই শন্তু শীল, এএসআই মোঃ মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আসকারাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ রসিদুল ইসলাম(৪০) কে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয় ও ইয়াবা বহনকারী ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় মোঃ রসিদুল ইসলামের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।