বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সাময়িক বরখাস্ত থাকা উপ-পরিদর্শক (এসআই ) হেলাল খানকে পুলিশের চাকরি থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
সোর্সের কথায় মারুফ নামের নিরাপরাধ এক কিশোরকে গ্রেপ্তারের অভিযানে গিয়ে কিশোরের মা বোনকে নির্যাতন ও একই ঘটনায় কিশোর মারুফের আত্মহত্যার জের ধরে এই এসআইকে চাকুরিচ্যুত করে পুলিশ সদর দপ্তর।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম নগর পুলিশ সূত্র জানায়, গত ১৬ জুলাই সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানার এসআই হেলাল খান সাদা পোষাকে মারুফ নামের এক কিশোরকে গ্রেপ্তার করতে অভিযান চালান।
এই সময় মারুফের মা ও বোন মারুফকে আটক করতে বাধা দিলে তাদের ওপর নির্যাতন চালান এস আই হেলাল।মা-বোনের ওপর নির্যাতন দেখে মারুফ বাসার ভিতর গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার পরপরই তৎকালীন নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান এসআই হেলাল খানকে থানা থেকে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন।
এই মামলায় তদন্ত শেষে এসআই হেলালের বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক আদেশে এসআই হেলালকে স্থায়ীভাবে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এই ঘটনায় গঠিত চট্টগ্রাম নগর পুলিশের তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম-দক্ষিণ) মোহাম্মদ মনজুর মোর্শেদ জানান, তদন্ত প্রতিবেদনে অভিযুক্তসহ মোট ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
তদন্তে দেখা যায়,এস আই হেলাল ঘটনার দিন ওসিকে না জানিয়েই সাদা পোষাকে বেআইনিভাবে অভিযান পরিচালনা করেন। এসআই হেলালের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয় বলে জানান(সি এম পি) চট্টগ্রাম মহানগর পুলিশ উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক।
ফাইল ফটো
Discussion about this post