রউফুল আলমঃনীলফামারী ডিমলা প্রতীক প্রকল্পের আওতায় স্মার্ট ব্যবহারের মাধ্যমে আর্থিকভাবে লাভবান দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারী ডিমলা উপজেলার ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরঅঞ্চলের ক্যাম্প পাড়া এলাকায় প্রায় একশত জন মহিলা। তাদের জ্ঞানের এ প্রসারতা সূত্র ধরে গত ৭ মার্চ দিনব্যাপী পল্লীশ্রী-প্রতীক প্রকল্পের আয়োজনে জ্ঞান মেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় প্রকল্পের এনিমেটর সদস্যদের পাশাপাশি গ্রামবাসিও অংশ গ্রহন করে এবং ফ্রি ক্যাম্পে রক্তের গ্রুফ নির্নয়ে রংপুর জেনারেল হাসলাপাতাল ও টেকনোলজিষ্ট ডায়াগনোষ্টিক সেন্টার সেবা প্রদান করেন। আলোচনা সভায় প্রজেক্টর অফিসার এম.এ.মকিম চৌধুরী ( পল্লীশ্রী-প্রতীক প্রকল্প) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে ঐতিহাসিক ৭ই মার্চ এর তাৎপর্য এবং জ্ঞান মেলায় মতবিনিময় করেন, প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্ম্মন (রি-কল ২০২১ প্রকল্প) ফিল্ড ফ্যাসিলিটেটর সুমিত্রা রানী,( পল্লীশ্রী -প্রতীক প্রকল্প),মোঃ দবিরুল ইসলাম স্মার্ট ফোন তথা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে লাভবান হওয়ার বিষয়ে এনিমিটর সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোছাঃ ময়না, শিল্পী, মেরিনা, ফরিদা ও জোসনা বেগম। তারা বলেন ২০১৫ সালে প্রতীক প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষন দিয়ে আমরা স্মার্ট ফোন পাই। সেই ফোনে সপ্তাহে তিনটি করে এসএমএস আসে। তন্মধ্যে দুইটি কৃষি একটি আবহাওয়া তার কাজে লাগিয়ে একে অপরে আলোচনার ভিত্তিতে ধান, ভুট্টা, মিষ্টি কুমড়া, লাউ, রসুন, পেয়াজ ,সাক সবজি, আবাদ করে আমরা আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছি। প্রধান অতিথি তাদের বক্তব্য শুনে ধন্যবাদ জ্ঞাপন করেন ।