মহিনুল ইসলাম সুজনঃনীলফামারীর ডিমলায় জনতা ডিগ্রী মহাবিদ্যালয়ের চারতলা আইসিটি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে (২৩শে জানুয়ারি)শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২কোটি ৪৪লক্ষ টাকা ব্যয়ে ভবনের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, কলেজের উপাধ্যক্ষ ছামিউল ইসলাম, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হামিদুল ইসলাম, কলেজের ব্যবস্থপনা কমিটির সদস্য আব্দুল মজিদ, আব্দুল ফাত্তাহ, উপ সহকারী প্রকৌশলী ফরহাদ আলী প্রমুখ।
Discussion about this post